ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ধোপাখালী গ্রামে অবস্থিত। উপজেলা সদর হতে প্রায় ২.৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে (ধোপাখালী বাজার হতে আধা কিলোমিটার উত্তরে) ধোপাখালী গ্রামের অভ্যমত্মরে ছায়া সুনিবিড় পরিবেশে বিদ্যালয়টির অবস্থান। বিদ্যালয়টি ১৯৭৮ খ্রিস্টাব্দে জাতীয়করণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ের মোট জমির পরিমান ৫৭ শতাংশ। বিদ্যালয়টিতে ২টি পাকা ভবন ও একটি আধা পাকা ভবন আছে। মুঞ্জুরকৃত ৬টি পদের মধ্যে ৬জনই কর্মরত। ৫টি টয়লেট এর মধ্যে ২টি অকেজো এবং ২টি টিউবয়েলের মধ্যে একটি অকেজো অবস্থায় আছে। বিদ্যালয়ের আসবাবপত্রের সংখ্যা সমেত্মাষজনক। বিদ্যালয়টিতে বিদ্যুতের পার্শ্বসংযোগ বিদ্যমান। প্রতিষ্ঠাকাল থেকে বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা পালন করে আসছে। বিদ্যালয়টির EMIS Code No-306120405।
ধোপাখালী গ্রাম টাঙ্গাইল জেলার নব সৃষ্ট ধনবাড়ি উপজেলার একটি অবহেলিত দরিদ্র এলাকা। ৭০ দশকে এ গ্রামটির হাতেগুনা কয়েকজন লোক শিক্ষিত ছিল। তাদেরই একজন জীতেন্দ্র দেব মহাশয় গ্রামটিতে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্জ্বলনের উদ্দেশ্যে ব্যক্তিগত উদ্যোগে গ্রামের কিছু অর্ধ শিক্ষিত লোক নিয়ে একটি বিদ্যালয় স্থাপনের সিদ্ধামত্ম নেন। পরবর্তীতে জীতেন্দ্র দেব মহাশয়ের পুত্র সুব্রত দেব মহাশয় ১৯৭৩ খ্রিঃ এ নিজস্ব অর্থায়নে জনাব ক্বারী মোঃ রিয়াজ উদ্দিন ও আব্দুল আজিজ (উদয়পুর) কে নিয়ে ধোপাখালী পুরাতন বাজার তথা কালিবাড়ী বাজারে ১৪/১৫ হাত একটি ছনের ঘর নির্মাণ করে প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরম্ন করেন। পরে ঝড়ে ছনের ঘরটি পড়ে গেলে নিমেণ বর্ণিত জমিদাতা গণ মৌখিক ভাবে জমিদান করলে ১৯৭৪ সালে সর্ব জনাব প্রতুল চন্দ্র ঘোষ, মোঃ মতিউর রহমান, মোঃ আব্দুল বাছেদ ও মোঃ মোকাদ্দেছ আলী দানকৃত সম্পত্তির উপর আনুমানিক ৪০/৪৫ হাত চৌচালা টিনের ঘর নির্মাণ করে সেখানে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করেন । পরে ১৯৭৮ খ্রিঃ বিদ্যালয়টি সরকারি করনের জন্য রেজিষ্টি মূলে জমির প্রয়োজন হলে সর্ব জনাব জীতেন্দ্র দেব ৩৩ শতাংশ, সুকুমার ঘোষ ০৪ শতাংশ, ছিলিম উদ্দিন ০৫ শতাংশ, কিফাতুলস্ন্যাহ মুন্সি ০৫ শতাংশ ও নিয়ত আলী মন্ডল ০৫ শতাংশ জমি দান করেন। অতঃপর বিদ্যালয়টি সরকারি করণ করা হয়। বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে যাঁদের অবদান স্মরণীয় তাঁরা হলেন সর্ব জনাব ভাজন আলী সরকার ( ধোপাখালী), হযরত আলী সরকার ( মঠবাড়ী), আববাস উদ্দিন ( ধোপাখালী) এবং হাসেন আলী মাষ্টার ( ধোপাখালী)। এছাড়া ২০০৬ খ্রিঃ এ নতুন ভবন নির্মাণের জন্য জমির প্রয়োজন হলে সমাজের সকল সত্মরের মানুষের আর্থিক সহায়তায় আরও ০৫ শতাংশ জমি ক্রয় করা হয়। বর্তমানে বিদ্যালয়টির মোট জমির পরিমাণ ৫৭ শতাংশ।
কমিটি গঠনের তারিখঃ ২৯/০৪/২০১০খ্রিঃ
ক্রমিক নং | নাম | উপাধি | ক্যাটাগরি |
০১ | অসীম কুমারদে | সভাপতি | জমিদাতা |
০২ | মোঃ আঃ ছালাম | সহ সভাপতি | পুরম্নষ অভিভাবক |
০৩ | মোঃ ফজলুর রহমান | সদস্য সচিব | সংশিস্নষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক |
০৪ | মোছাঃ মালেকা বেগম | সদস্য | বিদ্যোৎসাহী মহিলা |
০৫ | মোঃ জামাল উদ্দিন | সদস্য | বিদ্যোৎসাহী পুরম্নষ |
০৬ | নূরম্নন্নাহার | সদস্য | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিক |
০৭ | মুক্তি রানী বল | সদস্য | সংশিস্নষ্ট বিদ্যালয়ের শিক্ষক |
০৮ | মোছাঃ রীনা বেগম | সদস্য | মেধাবী শিক্ষাথীর অভিভাবক |
০৯ | আঞ্জমানারা তালুকদার | সদস্য | মহিলা অভিভাবক |
১০ | মোছাঃ সেলিনা বেগম | সদস্য | মহিলা অভিভাবক |
১১ | মোঃ রফিজ উদ্দিন | সদস্য | পুরম্নষ অভিভাবক |
১২ | মোঃ হযরত আলী | সদস্য | ইউ.পি এর সংশিস্নষ্ট ওয়ার্ড সদস্য |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল | সন | ডি আর ভুক্ত ছাত্রছাত্রী | অংশ গ্রহনকারী | উর্ত্তীনের সংখ্যা | উর্ত্তীনের হার |
মোট | মোট | মোট | মোট | ||
২০০৮ | ২৩ | ২২ | ২২ | ১০০% | |
২০০৯ | ১৮ | ১৪ | ১৪ | ১০০% | |
২০১০ | ২৪ | ২৪ | ২৪ | ১০০% | |
২০১১ | ২৩ | ২৩ | ২৩ | ১০০% | |
২০১২ | ৩৬ | ৩৬ | ৩৬ | ১০০% |
শিক্ষাবৃত্তির তথ্য | শ্রেণী | মোট ছাত্র/ ছাত্রী | সুবিধাভোগী | কার্ডের সংখ্যা | মমত্মব্য | ||||
মোট | বালিকা | মোট | বালিকা | একক | যৌথ | মোট | |||
প্রথম | ৪৭ | ১৯ | ১৬ | ৫ | ১৬ | ০ | ১৬ |
| |
দ্বিতীয় | ৪২ | ২২ | ২১ | ১১ | ২১ | ০ | ২১ |
| |
তৃতীয় | ৩০ | ১৮ | ১৮ | ১১ | ১৭ | ০ | ১৭ |
| |
চতুর্থ | ৩৬ | ১৫ | ২৩ | ১০ | ২২ | ১ | ২৩ |
| |
পঞ্চম | ২৭ | ১৬ | ১৩ | ৬ | ১৩ | ০ | ১৩ |
| |
সর্বমোট | ১৮২ | ৯০ | ৯১ | ৪৩ | ৮৯ | ১ | ৯০ |
|
বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ভর্তির হার ১০০%। ঝরে পড়ার হার মাত্র ৪%। স্কুল ড্রেসের ব্যবহার ১০০%।
বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরম্নম স্থাপন। শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলে আদর্শ বিদ্যাপিঠে রূপান্তরিত করা।
প্রধান শিক্ষক, ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘরঃ আম্বাড়ীয়া
উপজেলাঃ ধনবাড়ি, জেলাঃ টাঙ্গাইল।
মোবাইলঃ ০১৭১৩৫১২৩৬১।
মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ
শ্রেণি | ক্রমিক নং | শিক্ষার্থীর নাম |
দ্বিতীয়
| ১ | অমিত নন্দন উৎস |
২ | শিলা খাতুন | |
৩ | শাকিল হোসেন | |
তৃতীয় | ১ | তানজিলা আক্তার তমা |
২ | মোঃ সিয়াম হোসেন | |
৩ | প্রীতম চন্দ্র দেব | |
চতুর্থ | ১ | কামাল হোসেন |
২ | মারম্নফ হোসেন | |
৩ | লিমন মিয়া | |
পঞ্চম | ১ | সৈয়দা অর্পিতা আক্তার |
২ | মোঃ লুৎফর রহমান | |
৩ | মোর্শেদা খাতুন। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস