নরিল্যা মহাবিদ্যালয়টি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন ধোপাখালী ইউনিয়নের নরিল্যা গ্রামে অবস্থিত। এটি ঢাকা-জামালপুর মহাসড়কের ভাইঘাট বাসস্ট্যান্ড থেকে ২ কি.মি. পশ্চিমে ধনবাড়ী-গোপালপুর সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত। এর উত্তরে নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণে নরিল্যা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এটি ২০০০ ইং সালে প্রতিষ্ঠা লাভের পর ২০০১-০২ ইং শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তির প্রাথমিক অনুমতি লাভ করে এবং ২০০৪ সালের ১০ মার্চ স্বীকৃতি প্রাপ্ত হয়। পরবর্তীতে ২০০৫ সালের ১৮ জুলাই তারিখে এইচএসসি (বি এম) এবং ২০০৬ সালের ৬ ফেব্রম্নয়ারী তারিখে কৃষি ডিপেস্নামা শিক্ষাক্রম এর স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৭ জন শিক্ষক ও ১৩ জন কর্মচারী কর্মরত আছেন এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬৪২ জন। মহাবিদ্যালয়ে ৬০র্´১৮র্ (১০৮০) বর্গফুটের একটি আধাপাকা ভবন ও ১৮০র্´১৮র্ (৩২৪০) বর্গফুটের ২টি কাঁচা ভবন রয়েছে। মহাবিদ্যালয়ের মোট জমির পরিমান ২ একর ০.২ শতাংশ।
শিক্ষাই জাতির মেরম্নদন্ড। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এই মর্মবাণীকে সামনে রেখে টাঙ্গাইল জেলার অমত্মর্গত মধুপুর উপজেলার (বর্তমানে ধনবাড়ী উপজেলা) নরিল্যায় একটি মহাবিদ্যালয় স্থাপন করা অত্র এলাকার মানুষের প্রাণের দাবী। নরিল্যা একটি অবহেলিত জনপদ হলেও এখানকার মানুষের উচ্চ শিক্ষার আকাঙ্খা তীব্র। এই বাসত্মবতাকে সামনে রেখে এই জনপদের আপামর জনসাধারণ প্রয়োজন অনুভব করেন একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার। তাই নরিল্যার অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ ওয়াদুদ তালুকদার ২০০০ সালে এলাকার জনসাধারণকে সাথে নিয়ে নরিল্যায় একটি মহাবিদ্যালয় স্থাপনের গুরম্নদায়িত্ব কাঁধে তুলে নেন। তাঁর অক্লামত্ম পরিশ্রমে এবং নরিল্যার সকল সত্মরের জনসাধারণের সহযোগিতায় ২০০০ সালে প্রতিষ্ঠা লাভ করে স্বপ্নের প্রতিষ্ঠান ‘‘নরিল্যা মহাবিদ্যালয়’’।
নিয়মিত গভর্ণিংবডি নিম্নরূপ
১। উপজেলা নির্বাহী অফিসার সভাপতি
ধনবাড়ী, টাঙ্গাইল।
২। মোঃ হারম্ননার রশিদ হীরা বিদ্যেৎসাহী সদস্য
৩। মোঃ ওয়াদুদ তালুকদার সবুজ প্রতিষ্ঠাতা সদস্য
৪। মোঃ আঃ মজিদ শিক্ষানুরাগী সদস্য
৫। মোঃ আনোয়ার হোসেন শিক্ষানুরাগী সদস্য
৬। অমূল্য চন্দ্র নাথ শিক্ষক প্রতিনিধি
৭। মুহাম্মদ হেলাল উদ্দীন শিক্ষক প্রতিনিধি
৮। মোছাঃ ফারহানা ইয়াসমীন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি
৯। মোঃ বেলাল হোসেন অভিভাবক সদস্য
১০। জুলহাস উদ্দীন অভিভাবক সদস্য
১১। আব্দুল হালিম অভিভাবক সদস্য
১২। মোঃ ইব্রাহিম খলিল অভিভাবক সদস্য
১৩। শামছুন্নাহার বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য
১৪। অধ্যক্ষ, নরিল্যা মহাবিদ্যালয় সদস্য-সচিব
ধনবাড়ী, টাঙ্গাইল।
সাল | জেনারেল শাখা | বিএম শাখা | কৃষি ডিপেস্নামা শাখা | |
২০১২ | ৭৩% | ৮৮% | ৯৩% |
|
২০১১ | ৪৮.৭২% | ৯৮.৬% | ১০০% | |
২০১০ | ৬২% | ৯৬% | ৯৭.৬২% | |
২০০৯ | ৫৭.৫% | ৬৩% | - | |
২০০৮ | ৭৩.৬৮% | ৯৫% | - |
শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন, উন্নয়ন ও আধুনিকায়ন হয়েছে। এই পরিবর্তন,উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের মহাবিদ্যালয়ের নিম্নোক্ত ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে-
১। সনাতন পদ্ধতির বদলে ডিজিটালাইজ পদ্ধতি চালুকরণ।
২। ছাত্রছাত্রীদের ১০০% পাশের নিশ্চিতকরনের লক্ষ্যে উন্নত পাঠদান পদ্ধতি চালুকরণ।
৩। স্নাতক কোর্স চালুকরণ।
৪। পরীক্ষাকক্ষ, লাইব্রেরী ও বিজ্ঞানাগারের জন্য আলাদা ভবন নির্মাণ।
৫। ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হল নির্মাণ।
৬। কলেজের মেইনগেট সহ বাউন্ডারী নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের
মাধ্যমে কলেজের সার্বিক পরিবেশের উন্নয়ন সাধন করা।
নরিল্যা মহাবিদ্যালয়, গ্রাম ও ডাকঘর- নরিল্যা, উপজেলা- ধনবাড়ী, জেলা- টাঙ্গাইল।
email- norillacollege@yahoo.com
১। মোঃ রিপন হোসেন
২। রাজিয়া আক্তার
এই দুইজন ২০১৩ সালে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস