Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নরিল্যা মহাবিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

নরিল্যা মহাবিদ্যালয়টি টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন ধোপাখালী ইউনিয়নের নরিল্যা গ্রামে অবস্থিত। এটি ঢাকা-জামালপুর মহাসড়কের ভাইঘাট বাসস্ট্যান্ড থেকে ২ কি.মি. পশ্চিমে ধনবাড়ী-গোপালপুর সড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত। এর উত্তরে নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয় এবং দক্ষিণে নরিল্যা দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এটি ২০০০ ইং সালে প্রতিষ্ঠা লাভের পর ২০০১-০২ ইং শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী  ভর্তির প্রাথমিক অনুমতি লাভ করে এবং ২০০৪ সালের ১০ মার্চ স্বীকৃতি প্রাপ্ত হয়। পরবর্তীতে ২০০৫ সালের ১৮ জুলাই তারিখে এইচএসসি (বি এম) এবং ২০০৬ সালের ৬ ফেব্রম্নয়ারী তারিখে কৃষি ডিপেস্নামা শিক্ষাক্রম এর স্বীকৃতি লাভ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ২৭ জন শিক্ষক ও ১৩ জন কর্মচারী কর্মরত আছেন এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৬৪২ জন। মহাবিদ্যালয়ে ৬০র্´১৮র্ (১০৮০) বর্গফুটের একটি আধাপাকা ভবন ও ১৮০র্´১৮র্ (৩২৪০) বর্গফুটের ২টি কাঁচা ভবন রয়েছে। মহাবিদ্যালয়ের মোট জমির পরিমান ২ একর ০.২ শতাংশ।