টাংগাইল জেলার ধনবাড়ী ও মধুপুর উপজেলার মধ্যবর্তি অঞ্চলে ভাইঘাট আইডিয়াল কলেজটি অবস্থিত। এলাকাটি জন বহুল এবং দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত। এলাকায় বেশ কটি মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদরাসা থাকলেও এলাকার দরিদ্র জনগোষ্ঠীর সন্তানদের মাধ্যমিক শিক্ষা সমাপনান্তে উচ্চ শিক্ষার সুযোগ না থাকায় এলাকার জনগণ উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে থাকে। অতঃপর এলাকার জনগনের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজের প্রতিষ্ঠাতা তরুন সমাজ কর্মী জনাব আকবর হোসেনের নেতৃত্বে এই কলেজটি ২০০০সনে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. মোঃ আব্দুর রাজ্জাক এম, পি, মহোদয়ের সহযোগিতায় ২০০২ সনে কলেজটি উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে পাঠ দানের অনুমতি ও ২০০৯ সনে একাডেমিক স্বীকৃতি লাভ করে। অতঃপর তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সনে কলেজটি এম, পি, ও ভূক্ত হয়। কলেজটি এলাকায় উচ্চ শিক্ষা বিস্তারে উল্লেখ যোগ্য অবদান রেখে চলছে।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য
সদস্য সংখ্যা ১২জন।
(1) জনাব মোঃ হারুনার রশীদ, সভাপতি।
(2) জনাব মোঃ আকবর হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য।
(3) জনাব মোঃ নাছির উদ্দিন খান, দাতা সদস্য।
(4) জনাব মোঃ জুরান আলী, অভিভাবক সদস্য।
(5) জনাব জুলহাস উদ্দিন, অভিভাবক সদস্য।
(6) জনাব মঙ্গল চন্দ্র সেন, অভিভাবক সদস্য।
(7) জনাব মোঃ বাদশা মিয়া, অভিভাবক সদস্য।
(8) জনাব মোছাঃ আহেজা বেগম, অভিভাবক সদস্য (সংরক্ষিত মহিলা)
(9) জনাব মোঃ সাদিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি।
(10) জনাব মুহাম্মদহারুন অর রশিদ, শিক্ষক প্রতিনিধি।
(11) জনাব ওয়াহিদা খাতুন, শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা)
(12) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ভাইঘাট আইডিয়াল কলেজ, সদস্য সচিব।
পরীক্ষার বছর | ছাত্র-ছাত্রীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
২০০৯ | ৭৭ | ৪১ | ৫৩% |
২০১০ | ১১৫ | ৩০ | ২৭% |
২০১১ | ১২৩ | ৫০ | ৪১% |
২০১২ | ১৬৪ | ১১৩ | ৬৯% |
২০১৩ | ১৪১ | ৬০ | ৪৩% |
২০০২ সনে পাঠদানের অনুমতি, ২০০৯ সনে একাডেমিক স্বীকৃতি লাভ ও ২০১০ সনে এম, পি, ও ভূক্ত হয়। ফলে এলাকার দরিদ্র ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করেছে।
কলেজটিতে ডিগ্রী কোর্স খোলার পরিকল্পনা আছে।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
ভাইঘাট আইডিয়াল কলেজ
ডাকঘরঃ ভাইঘাট, উপজেলা-ধনবাড়ী,
জেলা- টাংগাইল।
মোবাইলঃ 01732348267
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস