নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়টি ৪নং ধোপাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়টি ধনবাড়ী- গোপালপুর পাকা রাস্তা ও নরিল্যা পুরাতন বাজারের মধ্যস্থলে অবস্থিত।
নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়টি ১৯৯৫ সালে নরিল্যা ও পার্শ্ববর্তী এলাকার জনগনের ছেলে-মেয়েদের মাঝে শিক্ষার আলো বিতরণের মহতী লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য জনাব মোছাঃ রেহনুমা ইসলাম মৌসুমীর ৩৭ (সায়ত্রিশ) শতাংশ ও মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজের ১ একর ১৯ শতাংশ অনুদানকৃত ভূমির উপর প্রতিষ্ঠিত হয়।
অনিবার্য কারণ বশতঃ নিয়মিত ম্যানেজিং কমিটি গঠিত না হওয়ায় এডহক কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে ।
জে.এস.সিঃ
২০১০ সালে পাশের হার ৮৪%
২০১১ সালে পাশের হার ৭৯%
২০১২ সালে পাশের হার ৮৪%
২০১৩ সালে পাশের হার ৯১%
এস.এস.সিঃ
২০১০ সালে পাশের হার ৭৯%
২০১১ সালে পাশের হার ৯৭%
২০১২ সালে পাশের হার ৭৭%
২০১৩ সালে পাশের হার ৮৫%
২০১৪ সালে পাশের হার ১০০%
এস.এস.সি ভোকেশনাল পরীক্ষার ফলাফলঃ
২০০৯ সালে পাশের হার ৭৯%
২০১০ সালে পাশের হার ৯২%
২০১১ সালে পাশের হার ৯৩%
২০১২ সালে পাশের হার ৭৮%
২০১৩ সলে পাশের হার ৯১%
২০১৪ সালে পাশের হার ৯৬%
২০০৭ সালে ২ জন শিক্ষার্থী এবং ২০১৩ সালে ১ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস, উপস্থিতি বৃদ্ধি, পাশের হার বৃদ্ধি এবং এলাকার শিক্ষার হার বৃদ্ধি।
মান সম্মত শিক্ষাদান, পাবলিক পরীক্ষায় উন্নত ফলাফল ও ১০০% পাশের হার নিশ্চিত করণ।
Mobile: 01715-326701, nphs114390@gmail.com
তথ্য দেওয়া নাই
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস