Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নরিল্যা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

নরিল্যা উত্তর প্রাথমিক বিদ্যালয়টি ঢাকা বিভাগের টাংগাইল জেলাধীন নবগঠিত ধনবাড়ী উপজেলায় অবস্থিত। বিদ্যালয়টি উপজেলা সদর থেকে ০৫ কিঃ মিঃ দক্ষিণে ঐতিহ্যবাহী নরিল্যা গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের ১/৪  কিঃ মিঃ পূর্ব দিক দিয়ে ধনবাড়ী গোপালপুর পাকাসড়ক চলে গেছে। এছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ উত্তর দিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন একটি বাজার দক্ষিণ দিকে বিল এবং পশ্চিম দিকে বন্দ আজগড়া গ্রাম অবস্থিত। বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত। ২টি ভবনের মধ্যে ১টি পাকা দ্বিতল ভবন ও একটি টিনশেড ভবন আছে। নবনির্মিত ৩ টি শ্রেণী কক্ষ সহ মোট ৮টি কক্ষ আছে। ৭টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ হিসাবে ব্যবহৃত হয়। ২ টি শৌচাগারের ১টি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এবং ১টি শিক্ষকদের ব্যবহারের জন্য। বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা ৬ জন। মোট ছাত্র ছাত্রী ২৬০ জন। বিদ্যালয়ের ফলাফল সমেত্মাষ জনক । এক কথায় বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়।এর EMIS Code No-306120403।