নরিল্যা উত্তর প্রাথমিক বিদ্যালয়টি ঢাকা বিভাগের টাংগাইল জেলাধীন নবগঠিত ধনবাড়ী উপজেলায় অবস্থিত। বিদ্যালয়টি উপজেলা সদর থেকে ০৫ কিঃ মিঃ দক্ষিণে ঐতিহ্যবাহী নরিল্যা গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের ১/৪ কিঃ মিঃ পূর্ব দিক দিয়ে ধনবাড়ী গোপালপুর পাকাসড়ক চলে গেছে। এছাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে একটি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ উত্তর দিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন একটি বাজার দক্ষিণ দিকে বিল এবং পশ্চিম দিকে বন্দ আজগড়া গ্রাম অবস্থিত। বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত। ২টি ভবনের মধ্যে ১টি পাকা দ্বিতল ভবন ও একটি টিনশেড ভবন আছে। নবনির্মিত ৩ টি শ্রেণী কক্ষ সহ মোট ৮টি কক্ষ আছে। ৭টি শ্রেণী কক্ষ ও ১টি অফিস কক্ষ হিসাবে ব্যবহৃত হয়। ২ টি শৌচাগারের ১টি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এবং ১টি শিক্ষকদের ব্যবহারের জন্য। বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা ৬ জন। মোট ছাত্র ছাত্রী ২৬০ জন। বিদ্যালয়ের ফলাফল সমেত্মাষ জনক । এক কথায় বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়।এর EMIS Code No-306120403।
এলাকার কোন বিদ্যালয় না থাকায় কারণে অত্র নরিল্যা গ্রামের ধনাঢ্য ব্যক্তির জনাব আলহাজ তৈয়ব সাহবে এবং কতিপয় সমাজ হিতৈসী ও বিদ্যানুরাগী ব্যক্তি বগের্র প্রচেষ্ঠায় ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তী ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্যালয়টি জাতীয় করণ করেন। বিদ্যালয়টি জমির পরিমাণ ৫২ শতাংশ যা আলহাজ তৈয়ব আলী সাহেব দান করেন।
কমিটি গঠনের তারিখঃ ২৯/০৪/২০১০ খ্রিঃ
ক্রমিক নং | নাম | উপাধি | ক্যাটাগরি |
০১ | মোঃ আইয়ুব আলী | সভাপতি | ইউ.পি.সদস্য |
০২ | মোঃ ফজলুর রহমান | সহ সভাপতি | বিদ্যোৎসাহী সদস্য |
০৩ | মোঃ শামছুল হক | সদস্য | অভিভাবক সদস্য |
০৪ | মোঃ আঃ গফুর | সদস্য | অভিভাবক সদস্য |
০৫ | জান্নাতুল ফেরদৌসী | সদস্য | অভিভাবক সদস্য |
০৬ | মোছাঃ সাইদা বেগম | সদস্য | বিদ্যোৎসাহীসদস্য |
০৭ | মোঃ ছোহরাব উদ্দিন | সদস্য | উচ্চ বিদ্যাঃ প্রতিনিধি |
০৮ | মোঃ আফছার আলী | সদস্য | দাতা সদস্য |
০৯ | আকলিমা বেগম | সদস্য | অভিভাবক সদস্য |
১০ | নাছিমা বেগম | সদস্য | অভিভাবক সদস্য |
১১ | নুরজাহান বেগম | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
১২ | মোঃ শাহাদত হোসেন | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
বিগত ৫ বছরের সমাপনী পরীক্ষার ফলাফল | সন | ডি আর ভুক্ত ছাত্রছাত্রী | অংশ গ্রহনকারী | উর্ত্তীনের সংখ্যা | উর্ত্তীনের হার |
মোট | মোট | মোট | মোট | ||
২০০৮ | ৪৩ | ৪৩ | ৪২ | ৯৮% | |
২০০৯ | ৪১ | ৪১ | ৪১ | ১০০% | |
২০১০ | ৩৭ | ৩৭ | ৩৭ | ১০০% | |
২০১১ | ৩২ | ৩২ | ৩২ | ১০০% | |
২০১২ | ৩৭ | ৩৭ | ৩৭ | ১০০% |
শিক্ষাবৃত্তির তথ্য | শ্রেণী | মোট ছাত্র/ ছাত্রী | সুবিধাভোগী | কার্ডের সংখ্যা | মমত্মব্য | ||||
মোট | বালিকা | মোট | বালিকা | একক | যৌথ | মোট | |||
প্রথম | ৩৯ | ১৬ | ২৩ | ১২ | ২৩ | - | ২৩ |
| |
দ্বিতীয় | ৪৩ | ২১ | ১৯ | ৭ | ১৯ | - | ১৯ |
| |
তৃতীয় | ৫৫ | ২৩ | ৩১ | ১৫ | ৩১ | - | ৩১ |
| |
চতুর্থ | ৬৫ | ২৮ | ২৮ | ১২ | ২৮ | - | ২৮ |
| |
পঞ্চম | ৪৬ | ২৫ | ২২ | ১৩ | ২২ | - | ২২ |
| |
সর্বমোট | ২৪৮ | ১১৩ | ১২৩ | ৫৯ | ১২৩ | - | ১২৩ |
|
জরিপকৃত শিশুর শতভাগ ভর্তি। সমাপনী পরীক্ষার শতভাগ পাস। ঝড়ে পড়ার হ্রাস ।
বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ তৈরি। শিক্ষার গুণগত মান উন্নয়ন। ভর্তি হার শতভাগ ধরে রাখা এবং ঝরে পড়ার হার শুণ্যের কোঠায় নামিয়ে আনা।
নরিল্যা উত্তরসরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘরঃ নরিল্যা বাজার
পোস্ট কোডঃ ১৯৯৭
উপজেলাঃ ধনবাড়ী, জেলাঃ টাঙ্গাইল।
মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ
শ্রেণি | ক্রমিক নং | শিক্ষার্থীর নাম |
দ্বিতীয়
| ১ | অমত্মরা খাতুন |
তৃতীয় | ২ | মোহাম্মদ আলী |
চতুর্থ | ৩ | নাইম হোসেন |
পঞ্চম | ৪ | ওয়াহেদুজ্জামান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস