পীরপুর কিফাতিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮৬ইং সালে স্থাপিত হয়। ১৯৮৮ ইং সালে দাখিল পাঠ দানের অনুমতি লাভ করে এবং ১৯৯৮ ইং সনে একাডেমিক স্বীকৃতি লাভ করে, ২০০০ইং সনে মাদ্রাসাটি এম.পি.ও ভূক্ত হয়। মাদ্রাসার জমির পরিমাণ ১০৫ শতাংশ, অফিস কক্ষে- ২টি আলমীরা, ১টি কম্পিউটার, ১টি বড় টেবিল, ১টি হেলনা চেয়ার, ২০টি সাধারণ চেয়ার, ৪টি ফ্যান, ১টি রোড ম্যাপ, ১টি বিশ্ব মানচিত্র, ১টি ঘড়ি, ২টি ছোট টেবিল, ১টি সুকেস আছে। ২০০টি বিভিন্ন প্রকার বই আছে, ১১টি শ্রেণি কক্ষ, ১৫০ জোড়া উচু নিচু বেঞ্চ, ১১টি ব্লাকবোর্ড, ১১টি চেয়ার, ২টি শৌচাগাড় আছে এবং বিদ্যুৎ সংযোগ আছে।
পীরপুর কিফাতিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮৬ সালে পীরপুর, হাজরাবাড়ি, কদমতলী গ্রামে বসবাসকারীগণ প্রতিষ্ঠা করেন। উদ্যোক্তা হিসেবে, জনাব আসাদুল ইসলাম বাদশাহ মিয়া,পিতা- আবুল মোকছেদ, মোঃ বাবর আলী, পিতা-মৃত কছর আলী শেখ, আলহাজ মাজম আলী,পিতা- মৃত রজব আলী, আহাম্মদ আলী, পিতা- কিফায়েত উল্লাহ মন্ডল অগ্রণী ভূমিকা পালন করেন।
জনাব, আহাম্মদ আলী, পিতা- আলহাজ কিফায়েত উল্যাহ মন্ডল, গ্রাম- কদমতলী প্রসত্মাব করেন যে, মুসলিম অধ্যুসিত এলাকা সাধারণ শিক্ষাসহ ধর্মীয় শিক্ষা বিসত্মারের লক্ষে জনবহুল এলাকা পীরপুর একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন।
তাঁর এই সুন্দর প্রসত্মাবে এলাকার হিতৈসী বর্গ, শিক্ষা অনুরাগী ধনি-দরিদ্র সকলেই উক্ত প্রসত্মাব সমর্থন করে। শুরু হল প্রতিষ্ঠান গড়ার কাজ। কেউ বা দিল- বাঁশ, কাঠ, ছন, রশি, জমি, টাকা, শ্রম এভাবেই হয়ে, গেল মাদ্রাসা ঘর। যার নাম হল ‘‘পীরপুর কিফাতিয়া দাখিল মাদ্রাসা’’ শুরু হল শিক্ষক নিয়োগ ও ছাত্র/ছাত্রী ভর্তি এবং পাঠদান। মাদ্রাসাটি সমতল ভূমির ঘনবসতি এলাকায় অবস্থিত। মাদরাসাটি সংলগ্ন কাচা রাসত্মা যাহার পশ্চিম উত্তর কোণে ধনবাড়ী উপজেলায় যাওয়া যায়। এবং দক্ষিণ দিকে ভাইঘাট বাজারে যাওয়া যায়। সেই সাথে উত্তর দিকে ৫০০ গজ দূরে ধোপাখালী বাজার যাতায়াত ব্যবস্থা কাচা হলেও ভালো। মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যমত্ম পাঠদান হয়। মাদ্রাসাটি রাজনীতি ও ধুমপান মুক্ত। ইসলামী রীতি নীতি পদ্ধতি মোতাবেক এবং সরকারি বিধি বিধান অনুযায়ী মাদ্রাসাটি পরিচালিত হয়। সকাল ১০ টায় ক্লাস শুরু হয় এবং বিকাল ৪ টায় ছুটি হয়। বছরের জাতীয় দিন গুলোও ধর্মীয় দিনগুলো যথাযথ মর্যাদায় উৎযাপিত এবং খেলাধুলা- বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতা, ইসলামী বিনোদনের আয়োজন করা হয় এবং পুরস্কার প্রদান করা হয়। ছাত্র/ছাত্রী সংখ্যা আশানুরূপ। পরীক্ষার ফলাফল সমেত্মাষজনক। শিক্ষক সংখ্যা ১৫ জন, অফিস সহকারী ১ জন, কর্মচারী ২ জন, দ্বিতল পাকা ভবন ০১টি ও কাচা ভবন ০২টি একটি খেলার মাঠ আছে এবং মাঠের চারপাশে বনজ এবং ঔষধি গাছ আছে। মাঠের দুই পাশে বাউন্ডারী ওয়াল আছে।
-----´´´´-----
তথ্য দেওয়া নাই
তথ্য দেওয়া নাই
তথ্য দেওয়া নাই
সাধারণ শিক্ষায় সহজে ধর্মীয় শিক্ষা গ্রহণে আগ্রহী এবং স্কুল থেকে ঝড়ে পড়া ছেলে- মেয়েদের ভর্তি করে তাদের কে টেকনিক্যাল কলেজে ভর্তির যোগ্য ও সাধারণ শিক্ষায় উচ্চ ডিগ্রি অর্জনের সুযোগ করে দেওয়া। প্রতিষ্ঠানের ক্যাচমেন্ট এলাকায় ভর্তির হার ৭০%। ঝড়ে পড়ার হার ১০% ইউফরমের ব্যবহার ১০০% নয়।
মাদ্রাসটি মালিমিডিয়া ক্লাস স্থাপন। ৯ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগ খোলাসহ সরকারী নীতিমালা অনুযায়ী আধুনিকায়ন ও আদর্শ বিদ্যাপিটে রূপামত্মরিত করা। ইউনিফরম এর ব্যবহার ১০০% ণিশ্চিত করা। ক্যাচমেন্ট এলাকায় ১০০% ছেলে-মেয়ের ভর্তি নিশ্চিত করা।
সুপার, পরীপুর কিফাতিয়া, দাখিল মাদ্রাসা, ডাকঘর- আম্বাড়িয়া, ধনবাড়ি, টাঙ্গাইল।
তথ্য দেওয়া নাই
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস