বিদ্যালয় প্রতিষ্ঠার সন ১৯৩৭ খ্রিস্টাব্দ। বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ৫৮ শতাংশ। ব্যবহার উপযোগী ভবন ২টি। যার কক্ষ সংখ্যা ৫টি।একটি অফিস কক্ষএবং চারটি শ্রেণি কক্ষ। জরাজীর্ণ টিন সেডে ক্লাস্টার ট্রেনিং ভবন। যার কক্ষ সংখ্যা ১টি। যা শ্রেণি কক্ষ হিসেবে ব্যবহার করা হয়। ৩ফুট ৪ ইঞ্চি মাপের ৫০ জোড়া বেঞ্চ। ৫ফুট মাপের ৩৩ জোড়া। শিক্ষার্থীদের দলীয় কাজের টেবিল ১৬টি। চেয়ার ১৭টি যার ৪টি পস্নস্টিকের তৈরি। টেবিল ৮টি। সেক্রেটারিয়েট টেবিল ১টি। হেলানো চেয়ার একটি। স্টিলের আলমারি জরাজীর্ণ ১টি। ফাইল কেবিনেট ১টি। কাঠের তাক ১টি। লাইব্রেরি ১টি যাতে ১টি সুকেস এবং ৪০০টি বই রয়েছে। নলকূপ ১টি। শিক্ষকদেও জন্য ল্যাট্রিন ১টি। শিক্ষার্থীদেরজন্য ২টি ল্যাট্রিন আছে যাব্যবহারের অযোগ্য। শিক্ষক সংখ্যা ৭ জন। কর্মরত শিক্ষক ৭ জন। যার ২জন মহিলা। শিক্ষাউপকরণ হিসেবে ১টি দিক দর্শন যন্ত্র, ১টি তাপমাপক যন্ত্র, ১টি ঘড়ি, বেল/ঘন্টা ১টি, ভূগোল ১টি, জ্যামিতি বক্স ৩টি, চুম্বক ১টি, স্ট্যান্ডবস্নাকবোর্ড ১টি, ওজন মাপক যন্ত্র ২টি, দাড়িপালস্না বাটখারা সহ ১টি। এছাড়াও কাগজের তৈরি অনেকগুলো উপকরণ আছে। (বিভিন্ন মানচিত্র, ছবি ও চার্ট)
ই. এম. আই. এস. কোড নং -৩০৬১২০৪০১
হাজরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ব্রিটিশ আমালে প্রথমে গুরম্নগৃহ হিসাবে কবিরাজবাড়ী গ্রামের অধিবাসী কামাখ্যাচরণ ভদ্র এর পিতা স্বর্গীয় দেবেন্দ্র সোহন ভদ্র নিজ বাড়ীতে প্রতিষ্ঠা করেন এবং তিনি সে সময় এ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকাল আনুমানিক ১৯২৮ খ্রিঃ। সেখানে ৩/৪ বছর পাঠদান কার্যক্রম চলার পর হাজরাবাড়ী, দয়ারামবাড়ী ও সমতকুড় মৌজার শিক্ষানুরাগী কতিপয় ব্যাক্তির প্রচেষ্টায় বিদ্যালয়টি দয়ারামবাড়ী গ্রামে স্থাপন করে প্রথম শ্রেণী হতে চতুর্থ শ্রেণী পর্যমত্ম পাঠদান করা হত । কিমত্ম এই প্রতিষ্ঠানটি হতে হাজরাবাড়ী মৌজার মাঝ দিয়ে প্রবাহিত চাড়াভাঙ্গা খালটি যাতায়াতে খুবই প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় । কারণ তৎকালীন সময়ে চাড়াভাঙ্গা খালে শুষ্ক মৌসুমে ও অগাধ পানি থাকত। এপার ওপার চলত কলাগাছের ভেলা, নৌকা কিংবা মাঝে মাঝে বাঁশের সাঁকো দিয়ে । যা ছোট ছোট ছেলেমেয়েদের জন্য ছিল ঝুকিপূর্ণ। এমতাবস্থায় হাজরাবাড়ী , কবিরাজবাড়ী , ধোপাখালী , পাইটকা ও দয়ারামবাড়ী গ্রামের সমাজপতিগণ এক সাধারণ আলোচনা সভা করে বিদ্যালয়টি এমন একটি সুবিধাজনক জায়গায় স্থানামত্মর করতে একমত পোষন করেন যে , সেখান থেকে অত্র এলাকার প্রতিটি গ্রামের দূরত্ব প্রায় সমান হয়। উক্ত আলোচনা শেষে উপস্থিত সমাজপতিগণ বিদ্যালয়টি হাজরাবাড়ী, দয়ারামবাড়ী এবং পাইটকা গ্রামের মৌজার সংযোগ স্থলে স্থাপনের সিদ্ধামত্ম গ্রহণ করেন। উক্ত সিদ্ধামেত্মর পর দয়ারামবাড়ী মৌজার মৃত নজর আলী সরকার দয়ারামবাড়ী মৌজার সি, এস/১১১ দাগের ৩০ শতাংশ এবং দয়ারামবাড়ী মৌজার স্বর্গীয় ব্রজনাথ দেবনাথ হাজরাবাড়ী মৌজার সি, এস,৩২৫ দাগে ২০ শতাংম জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন । এভাবেই ১৯৩৭ সালে হাজরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীকালে বিদ্যালয়ের মাঠ সম্পসারনের লক্ষ্যে স্বর্গীয় ব্রজনাথ দেবনাথের দুই ছেলে সুরেশ চন্দ্র দেবনাথ ও পরেশ চন্দ্র দেবনাথ ৮ শতাংশ জমি রেকর্ড মূলে দান করেন । প্রতিষ্ঠা লগ্নে বিদ্যালয়টি এলাকার ধনী ব্যক্তিগণের সহায়হায় পরিচালিত হত। ১৯৭৩ সালে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। বর্তমানে বিদ্যালয়টি অত্র এলাকার একমাত্র আদর্শ বিদ্যাপিঠ হিসেবে কোমলমতি শিশুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরম্নত্বপুর্ণ ভুমিকা পালন করছে।
কমিটি গঠনের তারিখঃ ২৯/০৪/২০১০ খ্রিঃ
ক্রমিক নং | নাম | পিতার নাম | ঠিকানা | ক্যাটাগরি | পদবী | মমত্মব্য |
০১ | মোঃ আব্দুর রাজ্জাক | মৃত নজর আলী | দয়ারামবাড়ী | জমিদাতা | সভাপতি |
|
০২ | মোঃ ছোহরাব আলী | মৃত খোশমামুদ | পাইটকা | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক | সহ-সভাপতি |
|
০৩ | মোঃ আবুল হোসেন | মৃত ইব্রাহীম মন্ডল | হাজরাবাড়ী | বিদ্যোৎসাহী পুরম্নষ | সদস্য |
|
০৪ | আনিস আরা আক্তার | মোঃ রায়হানুল আলম | দয়ারামবাড়ী | বিদ্যোৎসাহী মহিলা | সদস্য |
|
০৫ | ফরিদা ইয়াসমীন | স্বামী মোঃ আঃ জলিল | পাইটকা | মেধাবী ছাত্র অভিভাবক | সদস্য |
|
০৬ | তোফাজ্জল হোসেন | মৃত মোহাম্মদ আলী | হাজরাবাড়ী | অভিভাবক | সদস্য |
|
০৭ | মোঃ রেজাউল করিম | মৃত নজর আলী | পাইটকা | অভিভাবক | সদস্য |
|
০৮ | বিউটি আক্তার | স্বামীঃ মাজেদুর রহমান | দয়ারামবাড়ী | অভিভাবক | সদস্য |
|
০৯ | পারম্নর আক্তার তালুকদার | আবুল কালাম | হাজরাবাড়ী | অভিভাবক | সদস্য |
|
১০ | মমতাজ জাহান | স্বামী মোঃ আবুল হাসানাত | পাইটকা | শিক্ষক প্রতিনিধি | সদস্য |
|
১১ | মোঃ শরিয়তুলস্নাহ | মৃত নরিফ উলস্নাহ | কদমতলী | ওয়ার্ড মেম্বার | সদস্য |
|
১২ | মোঃ নজরুর ইসলাম | মোঃ আরফান আলী মন্ডল | ঝিকুটিয়া | প্রধান শিক্ষক | সদস্য সচিব |
|
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
সাল | ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা | ডি-আর ভুক্ত ছাত্র ছাত্রীর সংখ্যা | সমাপনী পরীক্ষায় অংশগ্রহনকারীর সংখ্যা | পাসের সংখ্যা | পাশের হার | বৃত্তিপ্রাপ্ত সংখ্যা | মমত্মব্য | |
সাধারন | ট্যালেন্টপুল | |||||||
২০০৮ | ৩৮ | ৩৮ | ৩৮ | ৩৮ | ১০০% | ০১ | ০১ |
|
২০০৯ | ৩৮ | ৩৮ | ৩৮ | ৩৮ | ১০০% | - | - |
|
২০১০ | ৪০ | ৪০ | ৩৯ | ৩৯ | ১০০% | ০৩ | - |
|
২০১১ | ৫৭ | ৫৭ | ৫৭ | ৫৭ | ১০০% | ০২ | - |
|
২০১২ | ৪৯ | ৪৯ | ৪৮ | ৪৮ | ১০০% | ৩ | - |
|
শিক্ষাবৃত্তির তথ্য | শ্রেণী | মোট ছাত্র/ ছাত্রী | সুবিধাভোগী | কার্ডের সংখ্যা | মন্তব্য | ||||
মোট | বালিকা | মোট | বালিকা | একক | যৌথ | মোট | |||
প্রথম | ৫৭ | ৩১ | ৩০ | ১৯ | ৩০ | - | ৩০ |
| |
দ্বিতীয় | ৪৬ | ১৯ | ৩৫ | ১২ | ৩৫ | - | ৩৫ |
| |
তৃতীয় | ৫৪ | ২৬ | ২২ | ১১ | ২২ | - | ২২ |
| |
চতুর্থ | ৫০ | ২২ | ১৯ | ১০ | ১৯ | - | ১৯ |
| |
পঞ্চম | ৪৩ | ২৬ | ১৮ | ১২ | ১৮ | - | ১৮ |
| |
সর্বমোট | ২৫০ | ১২৪ | ১২৪ | ৬৪ | ১২৪ |
| ১২৪ |
|
বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ভর্তির হার ১০০%। ঝরে পড়ার হার মাত্র ৪%। স্কুল ড্রেসের ব্যবহার ১০০%।
ভর্তির হার ১০০% অব্যাহত রাখা। ঝরে পড়ার হার শুণ্যের কোটায় নামিয়ে আনা। বিদ্যালয়ের মনোরম পরিবেশ সৃষ্টি ও পাঠদান কার্যক্রমকে আকর্ষনীয় করার জন্য বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ও একটি মাল্টিমিডিয়া ক্লাশরুম প্রতিষ্ঠা করা হবে।
হাজরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘরঃ ভাইঘাট, উপজেলাঃ ধনবাড়ি, জেলাঃ টাঙ্গাইল।
পোস্ট কোডঃ ১৯৯৭
মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ
শ্রেণি | ক্রমিক নং | শিক্ষার্থীর নাম |
দ্বিতীয়
| ১ | জেসমিন আক্তার |
২ | মোঃ মোববাশির করিম (সামিন) | |
৩ | মোঃ রবিউল হাসান | |
তৃতীয় | ১ | সায়মা জামান ঐশী |
২ | মোর্শেদ মাহবুব | |
৩ | মোঃ তমাল হোসেন | |
চতুর্থ | ১ | আহসান হাবীব |
২ | নাজমুল ইসলাম | |
৩ | সুলতানা খাতুন | |
পঞ্চম | ১ | তামান্না ইসলাম চৈতি |
২ | মাহফুজা কবির মাহিন | |
৩ | ফিরোজ আহমেদ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস