নরিল্যা দঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার অমত্মর্গত ধনবাড়ী উপজেলাধীন নরিল্যা গ্রামে অবস্থিত এ বিদ্যালয়টি ধনবাড়ী উপজেলা সদর হইতে ৪ কিঃ মিঃ দক্ষিণে ধনবাড়ী - গোপালপুর সড়কের পাশে ছায়া ঢাকা পাখি ডাকা এক মনোরম পরিবেশে অবস্থিত। অত্র বিদ্যালয়টি ১৯৭৩ খ্রিঃ জাতীয় করন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান। জাতীয় করন হওয়ার পর থেকে অত্র বিদ্যালয়টি অধ্যবদি ভাল ফলাফলের মধ্য দিয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। অত্র বিদ্যালয়টি আমাদের অহংকার আমাদের গৌরব। বিদ্যালয়টির EMIS Code No-306120212।
১৯১০ খ্রিষ্টাব্দে নরিল্যা পুরাতান ঈদগাহ মাঠে মক্তর হিসাবে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে। উক্ত মক্তবটি প্রধান শিক্ষক জনাব মৃত রজব আলী মাষ্টার সহকারী শিক্ষক হিসাবে কাজ করেন ঘাটাইল উপজেলা থেকে ২ জন শিক্ষক জনাব কাজিম মাস্টার ও জায়গা মৌলবী এ ছাড়া আজগড়ার মোঃ নূরম্নল হক এবং নরিল্যা পাগড়ী আলা মৌলবী। আর্থিক সমস্যার কারনে প্রতিষ্ঠানটি কালক্রমে অচল হয়ে পড়ে। পরবর্তীতে ১৯২২ খ্রিঃ মাষ্টার রজব আলী তার বাড়ির পাশে প্রতিষ্ঠানটি সরিয়ে নিয়ে আসেন। প্রতিষ্ঠানটি সরিয়ে আনার পর এখানে শিক্ষকতা করেন ১। জনাব মোঃ রজব আলী মাষ্টার ২। নুরম্নল হক ৩। ইমত্মাজ আলী তালুকদার ও ৪। মেছের আলী। কিছুদিন যাওয়ার পর অত্র প্রতিষ্ঠানটি নরিল্যা বাজার সংলগ্ন বর্তমানে যেখানে নরিল্যা দাখিল মাদ্রাসা রয়েছে সেখানে সরিযে নেওয়ার পরিকল্পনা করেন এলাকার কিছু সংখ্যা মুরবিব। পরবর্তীতে প্রতিষ্ঠানটি একই জায়গায় রয়ে যায় ১৯৬৫ খ্রিঃ অত্র প্রতিষ্ঠানের নামে সরকার থেকে ১০,০০০ ( দশ হাজার) টাকা বরাদ্দ আসে । এলাকার দ্বন্দ্বতা বিরাজ করায় তৎকালীন ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ নিজে কমিটি করতে অপারগতা প্রকাশ করেন এলাকার মুরবিবদের হাতে কমিটি ছেড়ে দেন। পরবর্তীতে জনাব মতিয়ার রহমান তালুকদার ৩ বিঘা জমি সরকারের কাছে বর্ণ দিয়ে স্কুলের ঘরের কাজ করার দায়িত্ব দেওয়া হয় জনাব মোঃ আব্দুল জববার তালুকদার এর নিকট। এলাকার বাসীর প্রচেষ্টার ৪০ হাতের পরবর্তীতে ৬২ হাত টিনসেট বিল্ডিং নিমার্ণ করা হয় যা আজও দাড়িয়ে আছে। ১৯৬৫ খ্রিঃ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকতা করনের জনাব ১। মোঃ মুনছুর রহমান ২১। আব্দুল জববার তালুকদার ৩। সেকান্দর মাষ্টার ৪। মমত্মাজ মাষ্টার
কমিটি গঠনের তারিখঃ ২৯/০৪/২০১০ খ্রিঃ
ক্রমিক নং | নাম | উপাধি | ক্যাটাগরি | মন্তব্য |
০১ | মোঃ আঃ জববার তালুকদার | সভাপতি | বিদ্যোৎসাহী পুরূষ |
|
০২ | মোঃ আব্দুল বারী তালুকদার | সহ সভাপতি | পুরম্নষ অভিভাবক (সাধারণ) | মৃত্যুবরণ করেছেন |
০৩ | মোঃ জামাল উদ্দিন তালুকদার | সদস্য | জমিদাতা |
|
০৪ | আফরোজা আহম্মেদ | সদস্য | বিদ্যোৎসাহী |
|
০৫ | মোঃ আব্দুল মোতালেব | সদস্য | ইউ,পি মেম্বার |
|
০৬ | জামিল হোসেন তালুকদার | সদস্য | মাধ্যমিক শিক্ষক | মৃত্যুবরণ করেছেন |
০৭ | মাহফুজা বেগম | সদস্য | মেধাবী শিক্ষার্থীর অভিভাবক |
|
০৮ | ছালেহা বেগম | সদস্য | অভিভাবক সদস্য |
|
০৯ | আসলাম হোসেন ভূঁইয়া | সদস্য | অভিভাবক সদস্য |
|
১০ | নাসরিন সুলতানা | সদস্য | অভিভাবক সদস্য |
|
১১ | জমিলা খাতুন | সদস্য | শিক্ষকপ্রতিনিধি |
|
১২ | মোঃ নজরম্নল হোসেন তালুকদার | সদস্য সচিব | প্রধান শিক্ষক(সংশিস্নস্ট বিদ্যালয়ের) |
|
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিকপরীক্ষার ফলাফল | সন | ডি আর ভুক্ত ছাত্রছাত্রী | অংশ গ্রহনকারী | উর্ত্তীনের সংখ্যা | উর্ত্তীনের হার | ||||
মোট | বালিকা | মোট | বালিকা | মোট | বালিকা | মোট | বালিকা | ||
২০০৮ | ৪৭ | ২৪ | ৪৭ | ২৪ | ৪৭ | ২৪ | ১০০% | ১০০% | |
২০০৯ | ৪৩ | ২৫ | ৪০ | ২৫ | ৪০ | ২৫ | ১০০% | ১০০% | |
২০১০ | ৪০ | ২৭ | ৩৯ | ২৬ | ৩৯ | ২৬ | ১০০% | ১০০% | |
২০১১ | ৩৭ | ২০ | ৩৭ | ২০ | ৩৭ | ২০ | ১০০% | ১০০% | |
২০১২ | ৪৬ | ২৭ | ৪৬ | ২৭ | ৪৬ | ২৭ | ১০০% | ১০০% |
শিক্ষা বৃত্তির তথ্য | মোট ছাত্র/ ছাত্রীর সংখ্যা (১ম - ৫ম) | সুবিধাভোগী পরিবার সংখ্যা
| টাকার পরিমাণ
| ||
একক | যৌথ | মোট | ৪২,৫২৫/- | ||
২৮০ | ১৩৮ | ০১ | ১৩৯ |
১। শতভাগ ভর্তি ২। শতভাগ উপস্থিতি ৩। শতভাগ পাশের হার ৪। প্রাথমিক বৃত্তি
ভর্তির হার ১০০% অব্যাহত রাখা। ঝরে পড়ার শূণ্যের কোটায় নামিয়ে আনা। বিদ্যালয়ের মনোরম পরিবেশ সৃষ্টি ও পাঠদান কার্যক্রমকে আকর্ষনীয় করার জন্য বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ও একটি মাল্টিমিডিয়া ক্লাশ প্রতিষ্ঠা করা হবে।
নরিল্যা (দঃ)সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘরঃ ভাইঘাট, পোস্ট কোডঃ ১৯৯৭
উপজেলাঃ ধনবাড়ী, জেলাঃ টাঙ্গাইল।
মেধাবী ছাত্র-ছাত্রীবৃন্দঃ
শ্রেণী | ক্রমিক নং | শিক্ষার্থীদেরনাম |
১ম | ১ | জান্নাত (জুঁই) |
২ | আফরিন সুলতানা (অমিত্ম) | |
২য় | ১ | কামরম্নন্নাহার তুলি |
২ | সাদিয়া জামান তিথি | |
৩ | মারম্নফ হোসেন | |
৪ | মোজাম্মেল হোসেন | |
৩য় | ১ | আবিদ রায়হান অপু |
২ | আবিদ হাসান (সেজান) | |
৩ | মিশিলা আক্তার (মিথি) | |
৪ | ফারহানা (সেতু) | |
৪র্থ | ১ | পারভীন খাতুন |
২ | আফরিনা তাহসিন (নাবিলা) | |
৫ম | ১ | মাহমুদুল হাসান মারম্নফ |
২ | মামুন রানা | |
৩ | (শ্রাবমত্মী) শাহিদা ইয়াসমিন | |
৪ | সাথী আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস