পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালটি টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলা অমর্ত্মগত ৪নং ধোপাখালী ইউনিয়নে পীরপুর গ্রামে অবস্থিত। ১৯৮৫ ও ২০০৯ সালে ৬ কক্ষ বিশিষ্ট ২ টি ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়ের পূর্ব ও দক্ষিণ দিকে ১ টি নদী আছে। বিদ্যালয়ের ৪ জন শিক্ষক/শিক্ষিকা কর্মরত আছেন। বিদ্যালয়ের ভৌত অবকাঠামো খুবই ভাল। মানসম্মত পাঠদান উপযোগী শিক্ষা উপকরণ রহিয়াছে। EMIS Code No-306120404।
১৯৬৯ সালের পূর্বে পীরপুর গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় ছিল না। এলাকার কতিপয় শিক্ষা অনুরাগী ব্যক্তিগণ ৫২ শতাংশ জমিদান করেন এবং নিজেদের অর্থ দিয়ে ১৯৬৯ সালে প্রাথমিক বিদ্যালটি স্থাপন করেন। শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষকগণ বিনা বেতনে পাঠদান করেন। কিছু দিন পর বিদ্যালয়টি রেজিস্ট্রিভূক্ত হয়। স্বাধীন হওয়ার পর ০১/০৭/১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান বিদ্যালয়টি জাতীয়করণ করেন।
কমিটি গঠনের তারিখঃ ২৯/০৪/২০১০খ্রিঃ
ক্রমিক নং | নাম | পদবি | ক্যাটাগরি |
০১ | মোঃ কাজিম উদ্দিন আকন্দ | সভাপতি | জমিদাতা |
০২ | মোঃ আঃ কুদ্দুস | সহ- সভাপতি | পুরম্নষ অভিভাবক |
০৩ | মোঃ সেকান্দর আলী | সদস্য | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক |
০৪ | মোঃ রোকনুজ্জামান | সদস্য | বিদ্যোৎসাহী পুরম্নষ |
০৫ | মোঃ আব্দুল মান্নান সরকার | সদস্য | ইউ.পি.সদস্য |
০৬ | মোঃ আঃ রহিম | সদস্য | অভিভাবক সদস্য পুরম্নষ |
০৭ | মোঃ ইয়াছিন আলী আকন্দ | সদস্য | মেধা অভিভাবক |
০৮ | মানসুরা বেগম | সদস্য | অভিভাবক সদস্য মহিলা |
০৯ | ইরানী বেগম | সদস্য | অভিভাবক সদস্য মহিলা |
১০ | হালিমা আক্তার | সদস্য | বিদ্যোৎসাহী মহিলা |
১১ | নারগিস | সদস্য | শিক্ষক প্রতিনিধি |
১২ | মোঃ রেজাউল হক | সদস্য সচিব | প্রধান শিক্ষক |
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল | সন | ডি আর ভুক্ত ছাত্রছাত্রী | অংশ গ্রহনকারী | উর্ত্তীনের সংখ্যা | উর্ত্তীনের হার | ||||
মোট | বালিকা | মোট | বালিকা | মোট | বালিকা | মোট | বালিকা | ||
২০০৮ | ২০ | ১০ | ১৯ | ০৯ | ১৬ | ০৮ | ৮৪% | ৮৮% | |
২০০৯ | ২৬ | ১৬ | ২৪ | ১৪ | ২৪ | ১৪ | ১০০% | ১০০% | |
২০১০ | ২৫ | ০৮ | ২৩ | ০৮ | ২৩ | ০৮ | ১০০% | ১০০% | |
২০১১ | ২৩ | ১২ | ২৩ | ১২ | ২৩ | ১২ | ১০০% | ১০০% | |
২০১২ | ২৬ | ১৫ | ২৬ | ১৫ | ২৬ | ১৫ | ১০০% | ১০০% |
শিক্ষাবৃত্তির তথ্য | শ্রেণী | মোট ছাত্র/ ছাত্রী | সুবিধাভোগী | কার্ডের সংখ্যা | মমত্মব্য | ||||
মোট | বালিকা | মোট | বালিকা | একক | যৌথ | মোট | |||
প্রথম | ২৯ | ১৬ | ৭ | ২ | ৫৭ | - | ৫৭ |
| |
দ্বিতীয় | ২৩ | ১১ | ১২ | ৫ | - | - | - |
| |
তৃতীয় | ২৭ | ১৫ | ১৫ | ৮ | - | - | - |
| |
চতুর্থ | ২৪ | ১৩ | ১২ | ৮ | - | - | - |
| |
পঞ্চম | ১৭ | ১১ | ১১ | ৯ | - | - | - |
| |
সর্বমোট | ১২০ | ৬৬ | ৫৭ | ৩২ | ৫৭ | - | ৫৭ |
|
বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ভর্তির হার ১০০%। ঝরে পড়ার হার মাত্র ৩%। স্কুল ড্রেসের ব্যবহার ১০০%।
ভর্তির হার ১০০% অব্যাহত রাখা। ঝরে পড়ার হার শুণ্যের কোটায় নামিয়ে আনা। বিদ্যালয়ের শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি ও পাঠদান কার্যক্রমকে আকর্ষনীয় করার জন্য বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ও একটি মাল্টিমিডিয়া ক্লাশরুম প্রতিষ্ঠা করা হবে।
পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকঘরঃ আম্বাড়ীয়া
উপজেলাঃ ধনবাড়ী, জেলাঃ টাঙ্গাইল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস