ইউনিয়ন দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কমিটির সভার কার্যবিবরণীঃ
ইউনিয়নের নামঃ ০৪নং ধোপাখালী ইউনিয়ন পরিষদ
সভাপতির নামঃ মোঃ কামাল হোসেন তালুকদার পদবীঃ ইউ,পি চেয়ারম্যান
স্থান ঃ ইউ,পি পরিষদ তারিখঃ ........................ ঘটিকা।
সভায় উপস্থিত সদস্যবৃন্দের নাম ও স্বাক্ষর
ক্রঃ নং | নাম | পদবী | স্বাক্ষর |
1. | মোঃ কামাল হোসেন তালুকদার | চেয়ারম্যান, ধোপাখালী ইউ,পি সভাপতি |
|
2. | মোছাঃ মহিরন বেগম | মহিলা সদস্য |
|
3. | মোছাঃ রওশনারা বেগম | মহিলা সদস্য |
|
4. | মোছাঃ মরিয়ম বেগম | মহিলা সদস্য |
|
5. | সৈয়দা আছমা | ইউনিয়ন সমাজকর্মী (সমাজসেব অধিদপ্তর) ,, |
|
6. | মোঃ আশারাফুল আলম | ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মী ,, |
|
7. | মোঃ মজিবর রহমান | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ,, |
|
8. | মোঃ নজরুল ইসলাম তাং | প্রাইমারী স্কুলের শিক্ষক প্রতিনিধি (উপজেলা শিক্ষক অফিসার কর্তৃক মনোনীত) ,, |
|
9. | মোঃ জিন্নাত আলী | এনজিও প্রতিনিধি ,, |
|
10. | মোঃ শামছুল হক | ইউ,পি সচিব সদস্য সচিব |
|
আলোচ্য সূচীঃ ১। পূর্ববর্তী সভার কার্যবিবরনি পাঠ ও অনুমোদন।
২। নতুন ভাতাভোগী নির্বাচন প্রসঙ্গে।
সভার শুরুতে সভাপতি মহোদয় ইপস্থি সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন।
১নং আলোচ্য সূচী অনুযায়ী পূববর্তী সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় এবং কোন দ্বি-মত না থাকায় তাহা সর্ব-সম্মতিক্র্মে অনুমোদিত হয়।
২নং আলোচ্য সূচী অনুযায়ী সদস্য সচিব জানান যে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ধনবাড়ী থেকে ২০১৩-২০১৪ অর্থ বছরের জুলাই/১৩-জুন/১৫ সময়ের জন্য দরিদ্র মা’র জন্য মার্তত্বকাল ভাতা প্রদান কর্মসূচীর আওতায় ধোপাখালীইউনিয়নের জন্য ২১ (একুশ) জন এর বরাদ্দ পাওয়া গিয়েছে। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে যাচাই-বাছাই করে দরিদ্র মা’র জন্য মাতৃকাল ভাতা প্রদানের জন্য নিম্ন লিখিত মহিলার নামে ভাতা প্রদানের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত ও অনুমোদিত হয়।
ক্রঃনং | নাম | স্বামী/পিতার নাম | ঠিকানা | ওয়ার্ড নং | বয়স | সন্তান সংখ্যা |
1. | জরিনা খাতুন পাখি | আঃ জলিল | হাজরাবাড়ী | ০১ | ২১ | ০১ |
2. | হালিমা বেগম | মোঃ মিজানুর রহমান | ,, | ০১ | ২৪ | ০২ |
3. | তিথি মনি | মোঃ মুনছুর আলী | পীরপুর | ০২ | ২৭ | ০২ |
4. | মোছাঃ সম্পা বেগম | মোঃ রফিকুল ইসলাম | ধোপাখালী | ০২ | ২৫ | ০১ |
5. | মোছাঃ আছিয়া খাতুন | মোঃ জুয়েল | ,, | ০২ | ১৯ | ০১ |
6. | মোছাঃ ছবুরা বেগম | মোঃ হানিফ উদ্দিন | উদয়পুর | ০৩ | ২৫ | ০২ |
7. | নুরুন্নাহার | আতিকুর রহমান | মঠবাড়ী | ০৩ | ২৫ | ০১ |
8. | ফাতেমা বেগম | লুৎফর রহমান | চাড়াভাঙ্গা | ০৪ | ২৪ | ০২ |
9. | মোছাঃ শরীফা বেগম | মোঃ সাজ্জাত আহম্মদ | সমতকুড় | ০৫ | ২৪ | ০২ |
10. | মোছাঃ আরিফা বেগম | আলমাছ আলী | নরিল্যা-১ | ০৬ | ২৪ | ০২ |
11. | মোছাঃ সাফিয়া খাতুন | মোঃ সাইদ আলী | ,, | ০৬ | ২১ | ০১ |
12. | শিরিনা খাতুন | মিনহাজ আলী | ,, | ০৬ | ২২ | ০১ |
13. | জমিলা | মিজানুর | নরিল্যা-২ | ০৭ | ২৭ | ০২ |
14. | মোছাঃ সীমা খাতুন | মোঃ দুলাল হোসেন | ,, | ০৭ | ৩১ | ০১ |
15. | অঞ্জুলী রানী রবিদাস | মিলন রবিদাস | ,, | ০৭ | ২১ | ০১ |
16. | সীমা রবিদাস | নেপাল রবিদাস | ,, | ০৭ | ২৬ | ০২ |
17. | হাসিনা | ফারুক হোসেন | ,, | ০৭ | ২১ | ০১ |
18. | মোছাঃ নাছিমা | মোঃ তাওহিদ | ,, | ০৭ | ২১ | ০১ |
19. | মোছাঃ আকলিমা | মোঃ সুজন | সান্ডালপুর | ০৮ | ২৫ | ০১ |
20. | মোছাঃ সুমিতা বেগম | মোঃ হবিবর রহমান | জমশেরপুর | ০৮ | ৩৭ | ০১ |
21. | মোছাঃ শাহিদা আক্তার | মোঃ হুমাউন কবির | দড়িরামপুর | ০৯ | ২১ | ০১ |
অতপর আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভাপতি
স্বাক্ষর সীল
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS